Assignment Cover Page in Image, PDF, and Doc Free Download। SSC/HSC/University Assignment Cover Page Design.
Assignment Cover Page মূলত এক পাতার একটি কাগজ যা সাধারণত কোন বিষয় বা কোর্সের উপর লিখা হোমওয়ার্ক বা অনুশীলনীর মেটাডাটা প্রকাশ করে থাকে।
ছাত্রছাত্রীদের অধ্যয়নের শ্রেনী অনুযায়ী Assignment Cover Page বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ-
- SSC Assignment Cover Page.
- HSC Assignment Cover Page.
- University Assignment Cover Page.
উপরোক্ত তিন ধরনের Assignment Cover Page তৈরির ব্যপারে সমাধানস্বরুপ নিম্নে বেশ কয়েকটি Assignment Cover Page Design সংযুক্ত করা হয়েছে, যা অবশ্যই আপনার প্রয়োজন মিটাতে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করবে।
Purpose of Creating the Assignment Cover Page:
কোন একটি বিষয়ের উপর লেখা অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক একজন শিক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তি যাতে খুব সহজেই পরিচালনা করতে পারেন তার জন্য উক্ত অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু তথ্য সরবরাহ করার জন্য মূলত Assignment Cover Page তৈরি করা হয়ে থাকে।সাধারণত একটি Assignment Cover Page এ যেসকল তথ্য সরবরাহ করা হয়ে থাকে তা নিম্নে তুলে ধরা হলোঃ-
- অ্যাসাইনমেন্ট জমাদানকারী ছাত্র/ছাত্রীর নাম।
- অ্যাসাইনমেন্ট জমাদানকারী ছাত্র/ছাত্রীর রোল নম্বর।
- অ্যাসাইনমেন্ট জমাদানকারী ছাত্র/ছাত্রীর শ্রেনী বা ব্যাচ নম্বর।
- অ্যাসাইনমেন্টের বিষয় বা প্রসঙ্গ।
- অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ।
- এবং অ্যাসাইনমেন্ট কোন শিক্ষক/ব্যক্তি বরাবর দাখিল করা হচ্ছে উনার নাম।
তবে ছাত্রছাত্রীরদের অধ্যয়নের শ্রেনী, শ্রেনী শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্টান অনুযায়ী Assignment Cover Page এ প্রদত্ত তথ্য় এবং Assignment Cover Page Design এর মধ্যে তারতম্য থাকতে পারে।
Different Types of Assignment Cover Page:
ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, ছাত্রছাত্রীরদের অধ্যয়নের শ্রেনী অনুযায়ী Assignment Cover Page তিন ধরনের হয়ে থাকে।আবার অ্যাসাইনমেন্টের বিষয় বা প্রসঙ্গ এর উপর ভিত্তি করে Assignment Cover Page বিভিন্ন ধরনের হতে পারে, যেমনঃ-
- Assignment Cover Page Bangla.
- Assignment Cover Page English.
- Assignment Cover Page Math.
- Assignment Cover Page Physics.
- Assignment Cover Page Engineering.
- Assignment Cover Page Accounting.
এরকম আরো নানারকম Assignment Cover Page হতে পারে যা আপনার অধ্যয়নের বিষয়ের উপর নির্ভর করে।
একইভাবে, ব্যবহারের উপর নির্ভর করে Assignment Cover Page নিম্নোক্ত ফরম্যাটের হতে পারে। যেমনঃ-
- Assignment Cover Page Image File.
- Assignment Cover Page Doc File.
- Assignment Cover Page PDF File.
আপনারা Assignment Cover Page Download এবং এডিটিং যাতে খুব সহজেই করতে পারেন, তারজন্য নিম্নে এমন কিছু Assignment Cover Page Design সংযুক্ত করা হয়েছে যা আপনি যেকোন শ্রেনী, বিষয় এবং প্রতিষ্টানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
How to Edit The Assignment Cover Page:
নিম্নে যে কয়েকটি Assignment Cover Page Design সংযুক্ত করা হয়েছে তার সবগুলোর ইমেজ ফরম্যাটের সাথে পিডিএফ এবং ওয়ার্ড ফাইল সংযুক্ত করা রয়েছে।Assignment Cover Page Image File Free Download করার জন্য যেকোন ইমেজের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন প্রেস করে ইমেজ সেভ করে নিতে পারেন। এবং আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে এই আর্টিকেল পড়ে থাকেন, তাহলে যেকোন ইমেজের উপর লং প্রেস করে সেভ অপশন থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন।
আপনাদের সুবিধার্থে প্রতিটি ইমেজর কোয়ালিটি এমন রাখা হয়েছে যাতে প্রিন্ট করলে কোনরূপভাবে পেইজের ডিজাইন ঝাপসা অথবা ইহার মধ্যে থাকা লেখা অস্পষ্ট না হয়।
ইমেজ ডাউনলোড করার পর আপনি তা প্রিন্ট করে শূন্যস্থানে আপনার নাম, রোল নম্বর, অ্যাসাইনমেন্টের বিষয় ইত্যাদি হাতে লিখে আপনার Assignment Cover Page তৈরি করে নিতে পারে।
ঠিক একইভাবে প্রতিটি ইমেজের নিচে “Download PDF” কথাটির উপর ক্লিক করে উক্ত ডিজাইনের Assignment Cover Page PDF File Free Download করে নিতে পারেন এবং পরবর্তীতে ফাইলটি প্রিন্ট করে হাতে লিখে আপনার Assignment Cover Page প্রস্তুত করতে পারেন।
কিন্তু আপনি যদি চান ডিজাইন ঠিক রেখে শুধুমাত্র লেখা পরিবর্তন করে নিজের মত করে Assignment Cover Page তৈরি করতে, তাহলে আপনি আপনার পছন্দের ডিজাইনের ইমেজের নিচে “Download Doc” লেখায় ক্লিক করে উক্ত ডিজাইনের ওয়ার্ড ফাইল ডাউনলোড করে নিতে পারেন।
শুধুমাত্র Assignment Cover Page Doc File Free Download করার মাধ্যমে আপনি ফাইল এডিটিং করে প্রিন্ট করার সুবিধা পাচ্ছেন এবং অন্যান্য ফরম্যাটে এডিটিং এর কোন অপশন নেই, বরং প্রিন্ট করে হাতে লিখার সুযোগ পাচ্ছেন।
আরো পড়ুন>>>বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর উপায়।
Assignment Cover Page Design: 01.
Assignment Cover Page Design: 02.
Assignment Cover Page Design: 03.
কিভাবে শিক্ষা প্রতিষ্টানের লগো সংযুক্ত করে নিজের মতকরে Assignment Cover Page Design করবেন তা শিখতে নিম্নের ভিডিও দেখুন।
Conclusion to The Topic of Assignment Cover Page:
উপরোক্ত যতগুলো Assignment Cover Page Design সংযুক্ত করা হয়েছে তার যেকোন ডিজাইনকে আপনি চাইলে হালকা এডিটিং করে SSC Assignment Cover Page, HSC Assignment Cover Page, অথবা University Assignment Cover Page হিসেবে ব্যবহার করতে পারেন।তাছাড়া, আপনাদের বিশেষ কোন ডিজাইনের Assignment Cover Page প্রয়োজন হলে এই আর্টিকেলের নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দমত আরো কিছু Assignment Cover Page Design এই আর্টিকেলের সাথে সংযুক্ত করতে।
আজকের আর্টিকেলে প্রদত্ত Assignment Cover Page Design ছাড়া অন্য কোন ডিজাইনের Assignment Cover Page প্রতিটি অ্যাসাইনমেন্টের বিষয় অনুযায়ী অর্থাৎ বাংলার জন্য আলাদা ডিজাইন, ইংরেজির জন্য আলাদা ডিজাইন, পদার্থ বিজ্ঞানের জন্য আলাদা ডিজাইন এবং এভাবে যেকোন বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইনের কাভার পেইজ নিজের মত করে তৈরি করে নিতে আমাদের ফেইসবুক পেইজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
ঠিক একইভাবে আপনার হাতে লিখা অ্যাসাইনমেন্টকে ডিজিটালাইজড করার জন্য অর্থাৎ কম্পিউটার টাইপিং করে ইউনিকভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে আপনার শিক্ষকের কাছে উপস্থাপন করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা অবশ্যই চেষ্টা করবো খুব দ্রুততার সহিত অতি অল্প খরচে আমাদের ছাত্রছাত্রী ভাইবোনদের জন্য ইউনিক ডিজাইনের Assignment Cover Page সহ সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে।
আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।