এই মাত্র পাওয়া বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ Bashundhara Group Job Circular 2023 Apply Now !!!

এই চাকরির খবরের বিষয়ঃ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বা Bashundhara Group Job Circular 2023।


Bashundhara-Group-Job-Circular-2023, বসুন্ধরা-গ্রুপে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

Today’s Bashundhara Group Job Circular 2023:

এই চাকরির খবরের মাধ্যমে চলমান বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমাদের পাঠকদের সুবিধার্থে আজকের নিয়োগের মূল বিষয়গুলো আলোচনা করার সাথেসাথে নিয়োগের প্রমাণস্বরূপ অফিসিয়াল সার্কুলারও নিম্নে প্রদান করা হয়েছে।


মাস্টার্ড অয়েল প্ল্যান্ট-এ বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ


গত ০৭ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে বসুন্ধরা গ্রুপ তাদের কেরানীগঞ্জের সরিষা তেলের কারখানার জন্য ০৬ জন অপারেটর নিয়োগ দিবে বলে একটি সার্কুলার ঘোষণা করে। কমপক্ষে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এই চাকরিতে। আগামী ১১ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের ভিতরে আবেদনপত্র সার্কুলারে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে।


মাস্টার্ড অয়েল প্ল্যান্ট-এ বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বিগত দিনের বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ


বসুন্ধরা গ্রুপ তাদের কেরানীগঞ্জ অয়েল প্ল্যান্ট এবং মেঘনাঘাট ফ্লাওয়ার মিলের জন্য মেশিন অপারেটর এবং মেকানিক্যাল ফিটার পদের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দিবে বলে একটি সার্কুলার গত ১১ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে প্রকাশ করে।


সকল পদের জন্য প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের উপর ০১ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


আগ্রহী প্রার্থীদের বসুন্ধরা গ্রুপের মানব সম্পদ বিভাগ বরাবর তাদের সিভিসহ অন্যান্য কাগজপত্র আগামী ১৬ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য নিম্নের অফিসিয়াল সার্কুলারের মাধ্যমে জানা যাবে।


Bashundhara-Group-Job-Circular-2023, বসুন্ধরা-গ্রুপে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩
বসুন্ধরা গ্রুপ ০৩ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে তাদের ব্যাগ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির জন্য অপারেটর, টেকনিশিয়ান, হেলপার ইত্যাদি পদে বেশ কিছু জনবল নিয়োগ দিবে বলে ঘোষণা করেছে। নিম্নে সংযুক্ত অফিসিয়াল সার্কুলারের নির্দেশনা অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের যথা সময়ে সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।


Bashundhara-Group-Job-Circular-2023, বসুন্ধরা-গ্রুপে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩


আসুন জেনে এক নজরে পড়ে নেই আজকের বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
বসুন্ধরা গ্রুপ গত ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে তার সংক্ষিপ্ত তথ্য নিম্নরূপঃ-


  • প্রতিষ্ঠানের নামঃ বসুন্ধরা পেপার মিলস লিঃ
  • পদের নামঃ বিভিন্ন বিভাগের জন্য মেশিন অপারেটর/মেকানিক/ফিটার/ইলেক্ট্রিশিয়ান/টেকনিশিয়ান।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ১৯ টি ক্যাটাগরিতে অনির্দিষ্ট সংখ্যক পদ।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি/সমমান পাশ।
  • মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে।
  • কর্মস্থলঃ মেঘনাঘাট, নারায়ণগঞ্জ।
  • আবেদনের নিয়মঃ সরাসরি সাক্ষাৎকার।
  • সাক্ষাৎকারের তারিখঃ আগামী ০১ এবং ০২ অক্টোবর, ২০২৩ ইংরেজি।
  • বিস্তারিত তথ্যঃ নিম্নে অফিসিয়াল সার্কুলার সংযুক্ত রয়েছে।

Bashundhara-Group-Job-Circular-2023, বসুন্ধরা-গ্রুপে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

বিগত দিনের বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ


  • প্রতিষ্টানের নামঃ বসুন্ধরা পেপার মিলস লিঃ।
  • পদের নামঃ সুপারভাইজার/সিনিয়র সুপারভাইজার।
  • কর্ম বিভাগঃ প্রোডাকশন।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ০২ টি।
  • কর্মস্থলঃ কোম্পানির ফ্যাক্টরিতে।
  • বেতনঃ কোম্পানির বিধি মোতাবেক।

Responsibilities of Today’s Bashundhara Group Job Circular 2023:


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী একজন সুপারভাইজারকে ফ্যাক্টরিতে দৈনন্দিন কি কি কাজ করতে হবে তা নিম্নে তুলে ধরা হলোঃ- 


  • কোম্পানির উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কর্মীদের জন্য কাজের সময়সূচী প্রস্তুত করা।
  • কর্মীদের কাজের মান নিয়ন্ত্রণ বজায় রাখা।
  • সকল কাজের অগ্রগতি এবং ফলাফল পর্যবেক্ষণ করা।
  • উৎপাদন চলাকালীন কোন ভুলত্রুটি হলে তা সমাধান করা।
  • উৎপাদন সম্পর্কৃত সকল কাজের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করা।

Requirements of Today’s Bashundhara Group Job Circular 2023:


যেসব যোগ্যতা থাকার শর্তসাপেক্ষে একজন প্রার্থী আজকের চাকরিতে আবেদন করতে পারবেন তা নিমরূপঃ-


  • আবেদনকারীদের কমপক্ষে এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে।
  • অধিক দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আরও কম হলেও আবেদন করা যাবে।
  • সংশ্লিষ্ট কাজের উপর ০৫-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Application Procedure of Today’s Bashundhara Group Job Circular 2023:


আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করতে হবে। তবে, প্রার্থীরা চাইলে কোম্পানির ঠিকানায় আবেদনপত্র চিঠি আকারেও প্রেরণ করতে পারবেন।


ইমেইল এড্রেসঃ jobs.paper@bgc-bd.com

Bashundhara-Group-Job-Circular-2023, বসুন্ধরা-গ্রুপে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৩

আরও পড়ুনঃ বিভিন্ন কোম্পানিতের সেলস এবং মার্কেটিং এর চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।


আশা করছি আজকের বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর প্রয়োজনীয় সকল তথ্য এই চাকরির খবরের মাধ্যমে পেয়েছেন। বসুন্ধরা গ্রুপের চলমান সকল চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ।


Tag: Bashundhara Group Job Circular 2023, বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url