স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর সুন্দরতম তালিকা। S Diye Meyeder Islamic Name Bangla.
প্রারম্ভিক কিছু কথাঃ
স দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুঁজার আগে জানা উচিত কি কি বিষয়ের কথা চিন্তা করে আপনার আদরের মেয়ে শিশুটির নাম নির্ধারণ করা উচিত।
- স্টাইলিস্ট নাম খুঁজতে গিয়ে নাম যেনো এমন না হয় যার অর্থ আল্লাহর সাথে শরীক করার সমতুল্য হয়।
- আবার, অতিরিক্ত ধার্মিকতা দেখিয়ে সরাসরি আল্লাহর নাম, বা যে নামগুলো শুধুমাত্র আল্লাহর জাত/শানশওকত এর সাথে সম্পর্কৃত সে নামগুলো রাখা থেকে বিরত থাকা।
- সেইসাথে, সবার থেকে আনকমন নাম রাখতে গিয়ে অর্থহীন নাম রাখা থেকে বিরত থাকা।
মানুষের স্বভাব কেমন হবে, তার মেজাজ কেমন হবে তা অনেক সময় তার নাম দ্বারা প্রভাবিত হয়।
তাছাড়া, রাসুলুল্লাহ (সাঃ) বাচ্চাদের জন্য সুন্দর নাম রাখতে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন।
হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষের নাম ধরেই সবাইকে ডাক দিবেন। সুতরাং আপনার শিশুর নাম নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর পছন্দের নাম, নবী-রাসূলদের নাম, সাহাবীদের নাম, নবীজির স্ত্রী এবং কন্যাসন্তানের নামের কথা বিবেচনা করে সুন্দর একটি নাম রাখা উচিত।
আমাদের জানা উচিত যে, আল্লাহ এবং নবী (সাঃ) এর কাছে সবচেয়ে পছন্দের নাম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে “আবদুল্লাহ” এবং “আব্দুর রহমান” এবং মেয়েদের ক্ষেত্রে তা হবে “আমাতুল্লাহ” বা “আমাতুররহমান”।
“আবদুল্লাহ” অর্থ হচ্ছে “আল্লাহর বান্দা”, অন্যদিকে “আমাতুল্লাহ” অর্থ “আল্লাহর বান্দি”। “আব্দুর রহমান” অর্থ “রহমান (পরম করুনাময়) এর বান্দা”, অন্যদিকে “আমাতুররহমান” এর অর্থ হচ্ছে “রহমান এর বান্দি”।
সাহাবীদের মাঝে আবদুল্লাহ নামটি এতই জনপ্রিয় ছিলো যে, আল্লাহর রাসুল (সাঃ) এর প্রায় ৩০০ জন সাহাবীদের নামের সাথে আবদুল্লাহ যুক্ত ছিলো।
যেহেতু আপনার অনুসন্ধান ছিলো স দিয়ে মেয়েদের ইসলামিক নাম, তাই নিম্নে আমরা কিছু মেয়েদের ইসলামিক নাম উল্লেখ করেছি যা সুন্দর হওয়ার পাশাপাশি একটি ভালো অর্থও বহন করে।
আ-কার যুক্ত স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহঃ
আ-কার
যুক্ত
করে
স
দিয়ে
মেয়েদের
ইসলামিক
আধুনিক
নাম |
|||
নাম বাংলাতে |
নাম ইংরেজিতে |
নাম আরবিতে |
বাংলা অর্থ |
সানা |
Sana |
ثنا |
উজ্জলতা, আলো, দীপ্তি। |
সারা/সারাহ |
Sara/Sarah |
سارا/سارہ |
বিশুদ্ধ, সুখ, হাসি, আনন্দ। |
সাবা |
Saba |
صباء |
ভোরের হাওয়া, বসন্তের
হাওয়া। |
সাদাফ |
Sadaf |
سدف |
ঝিনুক, মুক্তা। |
সাহার |
Sahar |
سحر |
ভোর, প্রভাত। |
সামরীন |
Sameeen |
ثمرین |
ফলদায়ক, উপকারী, লাভজনক। |
সাবীহা |
Sabeeha |
صبیح |
পূর্বাহ্ন, সুন্দর। |
সামীরা |
Sameera |
سمیرا |
সুদর্শন মহিলা। |
সাহিবা |
Sahiba |
صاحبہ |
সম্মানিত। |
সাবরিনা |
Sabrina |
سبرینا |
রাজকুমারী/ কিংবদন্তি
রাজকুমারী। |
সানায়া |
Sanaya |
سنایا |
নিষ্পাপ। |
সাফূরা |
Safoora |
صفورا |
মুসা (আঃ)
এর
স্ত্রী। |
সাইয়্যিদা/সৈয়দা |
Syeda |
سیدہ |
মহিলা নেত্রী |
সালসাবিল |
Salsabil |
سلسبيل |
জান্নাতের একটি
ঝর্ণা। |
সাবিয়া |
Sabia |
صبیہ |
সুন্দরী নারী। |
সামিহা |
Samiha |
سمیحہ |
উদার। |
সাফিয়াহ |
Safiyah |
صفیہ |
সমস্যাহীন, খাঁটি, সেরা বন্ধু। |
সাউদাহ |
Sawdah |
سعودہ |
ন্যায়পরায়ণ, ধার্মিক। |
সাফা |
Safa |
صفا |
বিশুদ্ধতা। |
সালিহা |
Saliha |
صالحة |
পুণ্যবান, ধার্মিক। |
সারভী |
Sarvi |
ثروی |
ধনী মহিলা। |
সাফরীন |
Safreen |
صفرين |
খাঁটি ভালোবাসা। |
সাখিয়াহ |
Sakhiyah |
سخية |
উদার, দানশীল। |
সাবিরা |
Sabira |
صابرہ |
ধৈর্যশীল। |
সাবিকা |
Sabiqa |
سابقة |
বিজয়ী, প্রথম। |
সাবুরা |
Sabura |
سبورة |
সহনশীল। |
সাহফা |
Sahfa |
صحفہ |
ঝর্ণা। |
সালিমা |
Salima |
سلمہ |
নিরাপদ। |
সালিফা |
Salifa |
سالفه |
পূর্ববর্তী। |
সাদকান |
Sadkan |
صدکان |
অত্যন্ত সুন্দর। |
সারিক্বাহ |
Sariqah |
شرقه |
চকচকে, জ্বলজ্বলে। |
সাফফাহ |
Saffah |
سفاح |
ভালোবাসা, বন্ধুত্ব। |
সারাহাত |
Sarahat |
صراحت |
পরিষ্কার। |
সাদিরাহ |
Sadirah |
سادرہ |
সাহসী। |
সাজমাত |
Sajmat |
ثجمت |
বৃষ্টি। |
ই-কার যুক্ত স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহঃ
ই-কার
যুক্ত
করে
স
দিয়ে
মেয়েদের
ইসলামিক
আধুনিক
নাম |
|||
নাম বাংলাতে |
নাম ইংরেজিতে |
নাম আরবিতে |
বাংলা অর্থ |
সিদরাহ |
Sidrah |
سدرہ |
বেরি গাছ, জান্নাতের
গাছ। |
সিরিন |
Sirin |
سيرين |
সাহাবী হাসান
ইবনে
সাবিতের
(রাঃ)
স্ত্রীর
নাম। |
সিদ্দিক্বাহ |
Siddiqah |
صدیقہ |
ন্যায়পরায়ণ, বন্ধু। |
সিকিনা |
Sikina |
سکینہ |
প্রশান্তি, ধর্মপ্রাণ। |
সিসবান |
Sisban |
سيسبان |
বৃক্ষ। |
সিদরাত |
Sidrat |
سدرت |
একটি গাছ। |
সিবগাহ |
Sibgah |
سبغہ |
রং/কালার। |
সিমরাহ |
Shimrah |
شمرہ |
ধনী। |
সিলসাল |
Silsal |
سلسال |
মিষ্টি পানি। |
সিমিন |
Simine |
سیمین |
উজ্জল। |
সিরাত |
Seerat |
سیرت |
অভ্যাস |
উ-কার যুক্ত স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহঃ
উ-কার
যুক্ত
করে
স
দিয়ে
মেয়েদের
ইসলামিক
আধুনিক
নাম |
|||
নাম বাংলাতে |
নাম ইংরেজিতে |
নাম আরবিতে |
বাংলা অর্থ |
সুলতানা |
Sultana |
سلطانہ |
রাণী, সম্রাজ্ঞী। |
সুরাইয়া |
Suraiya |
سوريا |
ভদ্র। |
সুমাইয়া |
Sumaiya |
سمية |
ইসলামের প্রথম
শহীদ
হযরত
সুমাইয়া
(রাঃ)। |
সুহা |
Suha |
سوہا |
তারকার নাম। |
সুহাইলা |
Suhaila |
سہیلہ |
তারকা। |
সুবাহ |
Subah |
صباح |
করুণাময়, সুন্দর। |
সুবহানা |
Subhana |
سبحانہ |
গৌরব। |
সুরাইয়া |
Suraiya |
ثریا |
তারকা। |
সুবাইতাহ |
Subaitah |
سبيتة |
সাহসী। |
সুফক্বাহ |
Shufqah |
شفقہ |
সৌন্দর্য। |
সুহদা |
Shuhda |
شهدا |
মৌচাক, মধু। |
লেখকের মেয়ের ক্ষেত্রে কোন নাম পছন্দ করতেনঃ
আমাকে যদি কেউ স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর উপরোক্ত লিস্ট দিয়ে বলতো যে, আপনার মেয়ের জন্য কোন নাম আপনি বাছাই করবেন এই তালিকা হতে, তাহলে আমি নিম্নোক্ত তিনটি নামই শুধু পছন্দ করতাম, তারপর পরিবারের অন্যদের সাথে পরামর্শ করে চুড়ান্তভাবে একটি নাম বাছাই করতাম।
প্রথম নামঃ সুমাইয়া। কারণঃ ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা আল্লাহ তায়ালা কোন পুরুষকে দেননি, বরং সেই মর্যাদা দিয়েছিলেন একজন মহিলাকে। আর সেই মহিলা হচ্ছেন হযরত সুমাইয়া (রাঃ)।
সুতরাং হযরত সুমাইয়া (রাঃ) এর ঈমানের মত আমার মেয়েরও যাতে ঈমান হয়, সেজন্য উনার সাথে মিল রেখে আমার মেয়ের নাম রেখে উনার সাথে আমার মেয়েকে ট্যাগ করে দিতাম, যেমনভাবে ফেসবুকে আমরা এক অপরকে ট্যাগ করে তাকে স্মরণ করিয়ে দেই যে আমি তোমার সাথে আছি।
তাছাড়া, হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, তারসাথে সেই ব্যক্তির হাশর হবে।
অতএব, হযরত সুমাইয়া (রাঃ) কে অনুসরণ করে আমার মেয়ের নাম রাখলে যদি উনার যাথে আমার মেয়ের হাশর হয়, তাহলে তা অবশ্যই আমার মেয়ের জন্য হবে অত্যান্ত খুশীর সংবাদ।
দ্বিতীয় নামঃ সারাহ। মুসলিম জাতির পিতা এবং যিনি আমাদের মুসলমান জাতের নামকরণ করেছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম (আঃ)। জানলে খুশী হবেন যে, সারাহ (আঃ) ছিলেন হযরত ইব্রাহিম (আঃ) এর প্রথম স্ত্রী।
তৃতীয় নামঃ সিদ্দিক্বাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রীর নাম হচ্ছে হযরত আয়েশা (রাঃ)। “সিদ্দিক্বাহ” শব্দটি আয়েশা (রাঃ) এর নামের সংযুক্ত। অতএব, আয়েশা সিদ্দিক্বাহ (রাঃ) এর নামের সাথে মিল রাখতে গিয়ে আমার মেয়ের নামের মধ্যেও অবশ্যই “সিদ্দিক্বাহ” শব্দটি যুক্ত করে দিতাম।
আরো পড়ুনঃ সফল জীবনের ০৬ টি লক্ষণ যা আমরা চিন্তাও করি না।
আরো পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা কি কি হতে পারে।
শেষ কথাঃ
আমরা চেষ্টা করেছি আপনার আদরের মেয়ের জন্য সুন্দর সুন্দর ইসলামিক নাম খুঁজে লিপিবদ্ধ করার জন্য। তবে, আমরা চাইলে আরো অনেক নাম যুক্ত করতে পারতাম যেগুলো “স” দিয়ে শুরু হয়েছে।
কিন্তু যে নামগুলো শুধুমাত্র শুনতেই সুন্দর এবং যার ভালো কোন অর্থই নেই বা যেগুলোর অর্থের মধ্যে শিরিক রয়েছে, সেগুলো আমরা এখানে যুক্ত করি নি। যেমনঃ “সানিয়া” নাম, শুনতে অনেক সুন্দর, কিন্তু তার অর্থ হচ্ছে “সৃষ্টিকর্তা”।
উপরে বর্ণিত স দিয়ে মেয়েদের ইসলামিক নাম সমূহের মধ্য থেকে কোন একটি নামও যদি আপনার পছন্দ হয়, তাহলে মনে করবো যে আমরা আপনার জন্য এবং ইসলামের জন্য কিছুটা হলেও খেদমত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ্।
তাই অবশ্যই আপনার অভিমত এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া, আরো নতুন কোন নাম আজকের এই স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকায় যুক্ত করতে হবে কি না, তাও আপনি কমেন্ট করে আমাদের পরামর্শ দিতে পারেন।
আপনার মেয়ের জন্য ইসলামিক নাম বাছাই করার মাধ্যমে আপনার মেয়ের এবং আপনার জীবন ইসলামের আলোতে আলোকিত হোক, এই শুভ কামনা রেখে আজকের এই স দিয়ে মেয়েদের ইসলামিক নাম শীর্ষক আর্টিকেলের সমাপ্তি এখানেই ঘোষণা করছি।
শায়েখের কাছ থেকে জেনে নিন, শিশুদের নামকরণে ইসলামিক বিধান কি?