সবচেয়ে কম সুদে ইস্টার্ন ব্যাংক বাইক লোনঃ EBL Bank Bike Loan!

বাইক লোন এর মাধ্যমে স্বপ্নের মোটরবাইক কেনার আগ্রহ বর্তমান বাংলাদেশের প্রায় সকলের মাঝে রয়েছে। EBL Two Wheeler Loan বা ইস্টার্ন ব্যাংক বাইক লোন হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণে একটি অন্যতম কার্যকরী সমাধান।

আজকে আমরা EBL Bank Bike Loan BD সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি, যা সম্পূর্ণভাবে পড়ার পর আপনি নিম্নোক্ত বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সক্ষম হবেনঃ

  • ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর কি কি বৈশিষ্ট্য রয়েছে।
  • EBL Two Wheeler Loan মূলত কাদেরকে প্রদান করা হয়।
  • সকল পেশার লোকদের জন্য EBL Bike Loan এর একই শর্ত কি না?
  • কেমন হতে পারে  EBL Bike Loan Interest Rate?
  • EBL Bike Loan Calculator ব্যবহার করে লোনের হিসাব।
  • Eastern Bank Bike Loan এর জন্য কোন জামিনদার লাগবে কি না?
  • ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর জন্য আবেদন পদ্ধতি।

ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর বৈশিষ্ট্যসমূহঃ


EBL-Bike-Loan, Bike-Loan, EBL-Two-Wheeler-Loan, EBL-Bike-Loan-Interest-Rate, EBL-Bike-Loan-Calculator, EBL-Loan-calculator, বাইক-লোন, ইস্টার্ন-ব্যাংক-বাইক-লোন, Bike-Loan-BD, Eastern-Bank-Bike-Loan, Bank-Bike-Loan

বাইক লোন নেওয়ার পূর্বে সকলের জানা উচিত যে, EBL Two Wheeler Loan বা ইস্টার্ন ব্যাংক বাইক লোন গ্রহণ করার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাচ্ছেন। নিম্নে ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর সকল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলোঃ

  • বাইক কেনার জন্য আপনি ইবিএল থেকে সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে ৪০০,০০০ টাকা পর্যন্ত বাইক লোন হিসেবে উত্তোলন করতে পারবেন।
  • বাইক লোন এর পরিমাণ যদি ৯৯,০০০ টাকা পর্যন্ত হয়, তাহলে উক্ত পরিমাণ লোন পরিশোধের জন্য একজন বাইক লোন গ্রহীতা সর্বোচ্চ ০৩ বছর বা ৩৬ মাস সময় পাবেন।
  • ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর পরিমাণ যদি ১৯৯,০০০ টাকার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ ০৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে লোন পরিশোধের জন্য।
  • একটি বাইকের মূল্যের সর্বোচ ৭০ ভাগ টাকা ব্যাংক থেকে লোন হিসেবে উত্তোলন করা যাবে।
  • বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যাংক এবং লোন গ্রহীতা উভয়ের যৌথভাবে সম্পাদন করা হবে।

ইস্টার্ন ব্যাংক বাইক লোন যাদের প্রদান করা হবেঃ

যারা ইস্টার্ন ব্যাংক থেকে বাইক লোন নিতে পারবেন তাদের তালিকা নিম্নরূপঃ

  1. স্থায়ী চাকরিজীবী।
  2. চুক্তিবদ্ধ চাকরিজীবী।
  3. ব্যবসায়ী।
  4. প্রোপার্টির মালিক।
  5. পেশাদার ব্যক্তি।
  6. ফ্রীল্যান্সার।
  7. এবং মহিলাগণ।

EBL Two Wheeler Loan এর জন্য অনুমোদিত বয়সসীমাঃ

উপরোক্ত সকল শ্রেণীর লোকদের জন্য ইস্টার্ন ব্যাংক বাইক লোন পেতে বয়সের একই শর্ত রয়েছে।

  • বাইক লোনের জন্য আবেদনকারীর বয়স লোন আবেদনের সময় সর্বনিম্ন ২১ বছর হতে হবে।
  • সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত লোন পরিশোধের সময় পাওয়া যাবে।

ইস্টার্ন ব্যাংক বাইক লোন নিতে স্থায়ী চাকরিজীবীদের জন্য শর্তাবলীঃ

  • বর্তমান কোম্পানিতে ০৬ মাসের চাকরির বয়সসহ নিজ পেশায় অন্ততপক্ষে ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাসিক বেতন ব্যাংক অথবা ক্যাশ যে মাধ্যমেই গ্রহণ করা হোক না কেনো, সরকারি চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন ১৫,০০০ টাকা এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন ২০,০০০ টাকা বেতন হতে হবে। 

EBL Bike Loan নিতে চুক্তিবদ্ধ চাকরিজীবীদের জন্য শর্তাবলীঃ

  • সংশ্লিষ্ট পেশায় ধারাবাহিক অন্ততপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাসিক বেতন ক্যাশ অথবা ব্যাংক মাধ্যমে নূন্যতম ২৫,০০০ টাকা হতে হবে।

ইস্টার্ন ব্যাংক বাইক লোন পেতে ব্যবসায়ীদের জন্য শর্তাবলীঃ

  • ট্রেড লাইসেন্স অনুযায়ী ব্যবসার বয়স অন্ততপক্ষে ০২ বছর হতে হবে।
  • মাসিক ব্যবসায়ীক আয় নূন্যতম ২৫,০০০ টাকা হতে হবে।

EBL Bike Loan Conditions for Freelancers:

  • সরকার অনুমোদিত আইডি কার্ড অনুযায়ী ফ্রীল্যান্সিং কাজের উপর অন্ততপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিগত ছয় মাসে গড়ে মাসিক আয় ২০,০০০ টাকা হতে হবে।

প্রোপার্টির মালিক এবং মহিলাদের জন্য ইস্টার্ন ব্যাংক বাইক লোনের শর্তাবলীঃ

  • প্রোপার্টির মালিক অর্থাৎ জায়গার মালিক, বাড়ির মালিক, কমার্শিয়াল বিল্ডিং এর মালিক এবং মহিলাদের জন্য একই শর্ত রয়েছে ইস্টার্ন ব্যাংক থেকে বাইক লোন পেতে।
  • উভয় শ্রেণীর লোকদের জন্য বাইক লোন পেতে মাসিক আয় অন্ততপক্ষে ২৫,০০০ টাকা হতে হবে।

পেশাদার ব্যক্তিদের জন্য বাইক লোন নিয়ে যেসব শর্তাবলী রয়েছেঃ

  • পেশাদার ব্যক্তি অর্থাৎ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি পেশার লোকদের জন্য তাদের কর্মের নির্দিষ্ট লাইসেন্স অনুযায়ী সংশ্লিষ্ট পেশায় নূন্যতম ০১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন  হতে হবে।
  • সেইসাথে তাদের মাসিক আয় অন্ততপক্ষে ২৫,০০০ টাকা হতে হবে।

আরো কোন শর্ত আছে কি না?

ইবিএল বাইক লোন পেতে সকল পেশার লোকদের জন্য একজন জামিনদার বাধ্যতামূলক রয়েছে।

EBL Bike Loan Interest Rate:

ইবিএল এর বাইক লোন ইবিএল এর রিটেইল লোনের আওতায় অন্তর্ভুক্ত। ইবিএল এর নিয়ম অনুযায়ী তাদের সকল রিটেইল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে সর্বোচ্চ ৯.০০ পার্সেন্ট।

EBL-Bike-Loan, Bike-Loan, EBL-Two-Wheeler-Loan, EBL-Bike-Loan-Interest-Rate, EBL-Bike-Loan-Calculator, EBL-Loan-calculator, বাইক-লোন, ইস্টার্ন-ব্যাংক-বাইক-লোন, Bike-Loan-BD, Eastern-Bank-Bike-Loan, Bank-Bike-Loan

অতএব, আপনার বাইক কেনার জন্য যে লোন ইবিএল থেকে উত্তোলন করবেন তার জন্য আপনাকে বার্ষিক সর্বোচ্চ ৯.০০ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করতে হবে।

তাছাড়া, লোন প্রসেসিং বাবদ অন্যান্য যে সার্ভিস চার্জ রয়েছে তা নিম্নে ছবির মাধ্যমে তুলে ধরা হলোঃ

EBL-Bike-Loan, Bike-Loan, EBL-Two-Wheeler-Loan, EBL-Bike-Loan-Interest-Rate, EBL-Bike-Loan-Calculator, EBL-Loan-calculator, বাইক-লোন, ইস্টার্ন-ব্যাংক-বাইক-লোন, Bike-Loan-BD, Eastern-Bank-Bike-Loan, Bank-Bike-Loan

EBL Bike Loan Calculator ব্যবহার করে মাসিক কিস্তির হিসাবঃ

চলুন দেখে নেওয়া যাক, EBL Bike Loan Calculator ব্যবহার করে আপনার লোনের মাসিক কিস্তি কত হতে পারে।

মনে করি আপনি Yamaha FZS V3 বাইকটি কিনতে চাচ্ছেন যার বর্তমান বাজার মূল্য ২৬২,৫০০ টাকা। তাহলে ইবিএল এর নিয়ম অনুযায়ী আপনি ২৬২,৫০০ টাকার ৭০ ভাগ বা ১৮৩,৭৫০ টাকা লোন উত্তোলন করতে পারবেন।

অতএব, আপনার বাইক লোনের আনুমানিক মাসিক কিস্তির হিসাব হবেঃ-

  • মোট লোনের পরিমানঃ ১৮৩,৭৫০/=
  • লোনের মেয়াদঃ ০৩ বছর।
  • মোট কিস্তিঃ ৩৬ টি।
  • সুদের হারঃ ৯.০০%
  • মাসিক কিস্তিঃ ৫,৮৫৩.৬২/=
  • মোট টাকা পরিশোধঃ ২১০,৭৩০.৩২/=
  • মোট সুদ প্রদানঃ ২৬,৯৮০.৩২/=

আরো পড়ুনঃ সিটি ব্যাংক বাইক লোন সম্পর্কে বিস্তারিত

ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর জন্য কিভাবে আবেদন করবেন?

উপরোক্ত শর্তপূরণের সাপেক্ষে ইস্টার্ন ব্যাংক বাইক লোন এর জন্য আবেদনের সবচেয়ে সহজপদ্ধতি হচ্ছে অনলাইন আবেদন।

অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় Retail Loan এর আওতায় EBL Two Wheeler Loan এই অপশনটি বাছাই করুন।

অথবা, আপনি চাইলে আপনার নিকটস্থ ইবিএল শাখায় সরাসরি গিয়েও আবেদন করতে পারেন। বাইক লোন সম্পর্কে আরো কিছু জানার থাকলে ব্যাংকের কল সেন্টারে (১৬২৩০) যোগাযোগ করতে পারেন।


আশা করছি আর্টিকেলের শুরুতে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো বলে উল্লেখ করেছিলাম তার সবটুকু সুন্দরভাবে আপনাদের বুঝাতে পেরেছি। সেইসাথে, EBL Two Wheeler Loan বা ইস্টার্ন ব্যাংক বাইক লোন নিয়ে লেখা উপকারী এই আর্টিকেলটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকৃত করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url