Latest Job in Sylhet 2024: আজকের সিলেটের চাকরির খবর ২০২৪!!!

এই চাকরির খবরের বিষয়ঃ Job in Sylhet 2024, সিলেটের চাকরির খবর ২০২৪, Sylhet Job Circular 2024, Sylhet Job News 2024।


Job-in-Sylhet-2023, সিলেটের-চাকরির-খবর-২০২৪, Sylhet-Job-Circular-2024, Sylhet-Job-News-2024

আজকের সিলেটের চাকরির খবর ২০২৪ঃ (Job in Sylhet 2024)।

এই চাকরির খবরের মাধ্যমে আমাদের পাঠকদের জন্য সিলেট অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, বিশেষকরে প্রাইভেট এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট শহরসহ সমস্ত বিভাগের জন্য প্রকাশিত হয়েছে, সেগুলোই এখানেই তুলে ধরা হয়েছে।


বেঙ্গল নওয়াব ডটকম চাকরির খবর প্রকাশের ক্ষেত্রে সর্বদা নিয়োগকর্তার স্বচ্ছতা এবং চাকরির উৎসের বিশ্বস্ততার উপর জোর দিয়ে থাকে, তাই শুধুমাত্র নির্ভেজাল এবং বাছাইকৃত চাকরির খবরই এখানে নিয়মিত প্রকাশ করা হবে।


বাছাইকৃত এসব চাকরির খবরের মধ্য থেকে আপনাদের জন্য আজকের সুযোগগুলো নিম্নরূপঃ-


মসজিদে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


সিলেটের টিলাগড়ের টুলটিকর জামে মসজিদের জন্য অভিজ্ঞ ইমাম নিয়োগ দেওয়া হবে। ইহা একটি ফুল টাইম চাকরির নিয়োগ। আবেদন করতে যেসব কাগজপত্র জমা দিতে হবে তা হলোঃ


  • সচল মোবাইল নম্বর উলেখ করে পরিপূর্ণ সিভি।
  • সকল শিক্ষাগত সনদের ফটোকপি।
  • বর্তমানে কোন জায়গায় কাজ করছেন তার তথ্য।


যেভাবে আবেদন পত্র জমা দিতে হবেঃ


উপরোক্ত কাগজপত্র মসজিদের মোতাঅয়াল্লী বরাবর ডাকযোগে অথবা চাইলে সরাসরিও জমা দেওয়া যাবে।


আবেদনের ঠিকানাঃ মোতাঅয়াল্লী, টুলটিকর জামে মসজিদ, বুরহান উদ্দিন রোড, ২৪ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট।


প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১১১৪৮৩৯৭


আবেদনের শেষ তারিখঃ আগামি ০৮ মে, ২০২৪ ইংরেজি।


এইচ ইয়েস গ্রুপে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


এইচএসসি অথবা এসএসসি পাশে মার্কেটিং অফিসার পদে সর্বমোট ১০ জন নিয়োগ দিবে এইচইয়েস গ্রুপ। আগামী ২৭ জানুয়ারি, ২০২৪ ইংরেজি তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বিস্তারিত পড়ুন>> এইচইয়েস গ্রুপে নিয়োগ


ফার্নিচার শোরুমে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


এম/এস তইফা ফার্নিচার এর জন্য শোরুম ম্যানেজার পদের জন্য ০২ জন এবং সেলসম্যান পদের জন্য ০৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ এইচএসসি অথবা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর। আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে সবাই।


মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করার জন্য সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে এম/এস তইফা ফার্নিচারের নাইওরপুল শোরুমে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য যে, শোরুমে যাওয়ার পূর্বে অবশ্যই নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।


যোগাযোগের ফোন নম্বরঃ 01775-558158


আগামী ০৪ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ পর্যন্ত এই চাকরিতে আবেদনের মেয়াদ থাকবে।


কমিউনিটি ডিজিটাল সেন্টারে সিলেটের চাকরির খবর ২০২৩ঃ


এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সিলেটের ওসমানীনগরে কমিউনিটি ডিজিটাল সেন্টার পরিচালনার জন্য ০১ জন কম্পিউটার ট্রেইনার, এবং ০১ জন ডিজিটাল সেন্টার অপারেটর নিয়োগ দিতে যাচ্ছে।


আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা সহ স্নাতক পাশ হতে হবে। আগামী ৩০ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে নিম্নের সার্কুলারে উল্লেখিত ইমেইলে আবেদনপত্র জমা দিতে হবে।


কমিউনিটি ডিজিটাল সেন্টারে সিলেটের চাকরির খবর ২০২৩
বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ সিলেটের চাকরির খবর ২০২৩ঃ


বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ সিলেটের চাকরির খবর ২০২৩
শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটের চাকরির খবর ২০২৩

কম্পিউটার অপারেটর হিসেবে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


ড্রিম ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কম্পিউটার অপারেটর পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দিতে যাচ্ছে। উক্ত পদে এইচএসসি পাশ ছেলে ও মেয়ে যেকেউ আবেদন করার সুযোগ রয়েছে। বয়সসীমা হচ্ছে ২০ থেকে ৩৩ বছর।


একজন কম্পিউটার অপারেটর হিসেবে প্রার্থীকে ইংরেজিতে ভালো টাইপিং জানতে হবে, পারদর্শী হতে হবে ফটোশপ এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রামে। পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা আরও কম হলেও আবেদন করা যাবে। তবে, অনভিজ্ঞদেরও আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।


কর্মস্থল হবে সিলেটে এবং মাসিক বেতন, সুবিধাদি নির্ধারিত হবে আলোচনার মাধ্যমে। আবেদন করার জন্য সিভি সাথে নিয়ে যোগাযোগ করতে হবে নিম্নোক্ত অফিসের ঠিকানায়।


অফিসের ঠিকানাঃ ড্রিম ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল, আনন্দ টাওয়ার, লিফটের ০৫, জেলরোড, সিলেট।

প্রয়োজনে যোগাযোগঃ 01796-322069


আবেদনের শেষ তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ ইংরেজি।


শপে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


সিলেট শহরের জে.বি এন্টারপ্রাইজ তাদের শপের জন্য শপ অ্যাসিস্ট্যান্ট পদে এসএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া লোক নিয়োগ দিবে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখ পর্যন্ত। বিস্তারিত পড়ুন>> Jobs in Sylhet without Experience.


খাস ফুডে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


খাসফুড সিলেটের জন্য "সেলস ম্যানেজার" এবং "ডেলিভারি ম্যান" এই ০২ টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৬ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা যত দ্রুত সম্ভব সার্কুলারে উল্লেখিত হুয়াটসঅ্যাপ নম্বরে সিভি জমা দিতে হবে।


খাস ফুডে সিলেটের চাকরির খবর ২০২৩
করিম উল্লাহ মার্কেটে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


সিলেটের বন্দর বাজারে অবস্থিত করিম উল্লাহ মার্কেটের জন্য সিনিয়র হিসাব রক্ষক পদের জন্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে বাণিজ্যে স্নাতক পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। উক্ত পদের জন্য মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগামী ১২ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে নিম্নে সংযুক্ত সার্কুলারে উল্লেখিত ঠিকানায় সকল কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।


করিম উল্লাহ মার্কেটে সিলেটের চাকরির খবর ২০২৩
মাদ্রাসায় সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদ্রাসা, গোলাপগঞ্জ ৩১ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। সার্কুলার অনুযায়ী অধ্যক্ষ ০১ জন, ইবতেদায়ী প্রধান পদে ০১ জন, নিরাপত্তা কর্মী পদে ০১ জন এবং আয়া পদে ০১ জন নিয়োগ দেওয়া হবে। আগামী ১৪ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের ভিতরে প্রার্থীর সকল কাগজপত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে। বিস্তারিত পড়ুন নিম্নে সংযুক্ত সার্কুলারে।


মাদ্রাসায় সিলেটের চাকরির খবর ২০২৩
হাই স্কুলে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জের জন্য ল্যাব সহকারী পদে ০১ জন লোক নিয়োগ দেওয়া হবে বলে একটি সার্কুলার গত ৩১ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে প্রকাশ করা হয়। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান পাশ হতে হবে। আগামী ২০ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখের ভিতরে প্রার্থীর সকল কাগজপত্র জমা দিতে হবে। বিস্তারিত রয়েছে নিম্নের সংযুক্তিতে।


হাই স্কুলে সিলেটের চাকরির খবর ২০২৩
সিঙ্গার শোরুমে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ Showroom Jobs in Sylhet 2024:


গত ২৬ অক্টোবর, ২০২৩ ইংরেজি তারিখে সিঙ্গার শোরুম একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করে যার বিস্তাতির তথ্য নিম্নে প্রদান করা হলো।


  • প্রতিষ্ঠানের নামঃ সিঙ্গার মেগা।
  • পদের নামঃ শোরুম এক্সিকিউটিভ।
  • শূন্যপদের সংখ্যাঃ উল্লেখ নেই।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম।
  • কর্মস্থলঃ সিলেট সদর।
  • মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে। সাথে রয়েছে বাৎসরিক ০২ টি উৎসব বোনাস এবং বেতন পর্যালোচনার সুযোগ।
  • আবেদনের যোগ্যতাসমূহঃ শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলেও আবেদন করা যাবে, তবে অনার্স/ডিগ্রিতে অধ্যয়নরতদের অগ্রাধিকার দেওয়া হবে। উক্ত পদে আবেদন করতে প্রার্থীদের পূর্বের কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • আবেদনের নিয়মঃ আগ্রহীদের সিভি নিয়ে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে।
  • সাক্ষাতের ঠিকানাঃ সিঙ্গার মেগা, চৌহাট্টা, আম্বরখানা রোড, সিলেট। প্রয়োজনে 01717487838 এই নম্বরে যোগাযোগ করা যাবে।
  • আবেদনের শেষ তারিখঃ আগামী ২৫ নভেম্বর, ২০২৩ ইংরেজি।


আকিজ গ্রুপে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


আকিজ গ্রুপ তাদের ফুড এন্ড বেভারেজ কোম্পানির জন্য সারা দেশ থেকে সেলস বিভাগের অধীন লোক নিয়োগ দিতে যাচ্ছে। সর্বনিম্ন এইচএসসি পাশে আবেদনের সুযোগ থাকছে উক্ত চাকরিতে। আবেদন করার জন্য আগামী ০৭ নভেম্বর, ২০২৩ ইংরেজি তারিখে সিলেট উপশহর গার্ডেন টাওয়ারে আকিজ অফিসে সিভি নিয়ে সরাসরি সাক্ষাৎকার করতে হবে। বিস্তারিত পড়ুন>> আকিজ গ্রুপ নিয়োগ


মার্কেটিং পদে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


  • প্রতিষ্ঠানের নামঃ অভিজাত হোম সলিউশন।
  • পদের নামঃ মার্কেটিং অফিসার।
  • শূন্যপদের সংখ্যাঃ সর্বমোট ০৪ টি।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট।
  • প্রয়োজনীয় যোগ্যতাঃ আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে, মার্কেটিং কাজের উপর ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে।
  • আবেদনের নিয়মঃ নিম্নোক্ত ঠিকানা বরাবর প্রার্থীর সিভি, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং সকল শিক্ষাগত সনদের ফটোকপি সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক, অভিজাত হোম সলিউশন, ধোপাদীঘির পূর্বপাড়, সিলেট।
  • প্রয়োজনে যোগাযোগঃ 01711-268507
  • আবেদনের শেষ তারিখঃ আগামী ২৪ নভেম্বর, ২০২৩ ইংরেজি।


হাসপাতালে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


  • প্রতিষ্ঠানের নামঃ আনোয়ারা জেনারেল হাসপাতাল ও ল্যাপারোস্কপিক সার্জারি সেন্টার।
  • পদের নামঃ রিসিপশনিস্ট।
  • শূন্যপদের সংখ্যাঃ দুই (০২) টি। 
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট।


মূল দায়িত্বসমূহঃ


  • হাসপাতালে রোগীদের চেক-ইন এবং চেক-আউট করা।
  • হাসপাতালের রোগীদের বিল তৈরি করা।
  • রোগীদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা।
  • হাসপাতালের সকল ফোন কল রিসিভ করা।

আবেদনের যোগ্যতাসমূহঃ


  • আবেদনকারীদের কমপক্ষে যেকোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
  • প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
  • পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন।
  • প্রার্থীদের কম্পিউটার চালানো জানতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।

মাসিক বেতন ও সুবিধাঃ


আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বেতনের সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা প্রদান করা হবে তা প্রতিষ্ঠানের পলিসির উপর নির্ভরশীল।


আবেদনের নিয়মঃ এই চাকরিতে আবেদন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় প্রার্থীর নিজহাতে লেখা দরখাস্তসহ পরিপূর্ণ সিভি, ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদের ফটোকপি, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।


সিভি পাঠানোর ঠিকানাঃ পরিচালক, আনোয়ার জেনারেল হাসপাতাল ও ল্যাপারোস্কোপিক সার্জারি সেন্টার, দরগা মহল্লা, করিম ম্যানশন আম্বরখানা, সিলেট।


আবেদনের শেষ তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩ ইংরেজি।


শোরুমে সিলেটের চাকরির খবর ২০২৪ঃ


  • প্রতিষ্ঠানের নামঃ ফেরদৌসি কেক।
  • পদের নামঃ সর্বমোট ০২ টি ভিন্ন পদ রয়েছে, একটি হচ্ছে “আউটলেট ম্যানেজার” পদ এবং অপরটি হচ্ছে “সহকারী মহিলা কর্মী” পদ।
  • শূন্যপদের সংখ্যাঃ মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট সদর।


মূল দায়িত্বসমূহঃ


  • একজন আউটলেট ম্যানেজারের কাজ হচ্ছে শাখা অফিসের সকল অফিসিয়াল কাজ পরিচালনা করা, যেমনঃ সকল ধরণের রেকর্ড সংরক্ষণ করা, আর্থিক হিসাব নিকাশ করা, পন্যের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, শাখার সকল কর্মীদের পরিচালনা করা এবং তাদের কাজের মূল্যায়ন করা।
  • একজন সহকারী মহিলা কর্মীর দায়িত্ব হচ্ছে কারখানার বিভিন্ন কাজে অন্যদের সহযোগিতা করা।

আবেদনের যোগ্যতাসমূহঃ


  • আউটলেট ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে, বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের সীমার মধ্যে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য থাকবে, শুধুমাত্র ছেলেরা এই পদে আবেদন করতে পারবেন, এবং সংশ্লিষ্ট কাজের উপর ০১ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা প্রত্যাশিত, তবে অনভিজ্ঞদেরও আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
  • সহকারী মহিলা কর্মী পদের জন্য আবেদনকারীকে এসএসসি পাশ হতে হবে, শিক্ষাগত যোগ্যতা আরও কম হলেও আবেদনের সুযোগ রয়েছে, প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে এবং এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য আবেদনযোগ্য।

মাসিক বেতন ও সুবিধাঃ


সহকারী মহিলা কর্মী পদের মাসিক বেতন ৭,০০০ টাকা এবং আউটলেট ম্যানেজার পদের মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। বেতনের সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা প্রদান করা হবে তা কোম্পানির পলিসির উপর নির্ভরশীল।


আবেদনের নিয়মঃ এই চাকরিতে আবেদন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় প্রার্থীর সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। উলেখ্য যে, সহকারী মহিলা কর্মী পদের জন্য সিভি জমা দেওয়ার দিন সাথে সাথে ইন্টারভিউ নেওয়া হবে এবং আউটলেট ম্যানেজার পদের ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 


সিভি পাঠানোর ঠিকানাঃ ফেরদৌসি কেক, ১০৫ অনাবিল ধোপাদিঘীর পূর্বপাড়, সিলেট সটি কর্পোরেশন মসজিদ এর বিপরীতে, ধোপাদিঘীরপাড়, সিলেট।


আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


সিলেটের চাকরির খবর ২০২৪।। নিয়োগ দিচ্ছে তাজ প্রিমিয়াম টি।


  • প্রতিষ্ঠানের নামঃ তাজ প্রিমিয়াম টি।
  • পদের নামঃ সিইও এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
  • শূন্যপদের সংখ্যাঃ একটি মাত্র পদ রয়েছে।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট সদর।


মূল দায়িত্বসমূহঃ


  • সিইও এর সকল অফিসিয়াল কাজ এবং ব্যাংকিং লেনদেনে সহযোগিতা করা।
  • বিভিন্ন অফিস এবং জায়গায় সিইও এর সাথে যাতায়াত করা।
  • সিইও এর পক্ষ থেকে বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্টদের কাছে জিনিসপত্র পৌঁছে দেওয়া। 
  • প্রয়োজনে প্রতিষ্ঠানের কারখানায় ভিজিট করা।

আবেদনের যোগ্যতাসমূহঃ


  • আবেদনকারী এইচএসসি পাশ হতে হবে।
  • শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন যাদের বয়স অনূর্ধ্ব ২৫ বছর।
  • অফিসিয়াল কাজকর্ম, কম্পিউটার চালানো এবং মাইক্রোসফট অফিসের কাজ জানতে হবে।
  • মোটরবাইক চালানো জানতে হবে।
  • ফরমাল ড্রেস পরে অফিস করতে হবে।
  • অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন ও সুবিধাঃ


মাসিক বেতন হিসেবে ৮,০০০ টাকা হতে ১০,০০০ টাকা প্রদান করা হবে। সাথে থাকছেঃ-


  • পারফরম্যান্স বোনাস।
  • যাতায়াত ভাতা এবং মোবাইল বিল।
  • ভ্রমণ ভাতা সুবিধা।
  • শিক্ষানবিশ কাল শেষে বৎসরে ০২ টি উৎসব বোনাস সুবিধা।


আবেদনের নিয়মঃ এই চাকরিতে আবেদন করার জন্য নিম্নোক্ত ঠিকানায় প্রার্থীর সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।


সিভি পাঠানোর ঠিকানাঃ তাজ প্রিমিয়াম টি, তাজ ভিলা, টিলাগড়, সিলেট।


আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


নিম্নে রয়েছে আরও সিলেটের চাকরির খবর।


  • প্রতিষ্ঠানের নামঃ মক্কা মোকাররামা ওভারসীজ।
  • অফিসের ঠিকানাঃ লেভেল-০৭, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।
  • শূন্যপদের নামঃ কম্পিউটার অপারেটর।
  • শূন্যপদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
  • চাকরির ধরনঃ ফুল-টাইম চাকরি।
  • কর্মস্থলঃ সিলেট।

আজকের সিলেটের চাকরির খবর ২০২৪ এর দায়িত্বসমূহঃ


  • অনলাইনে ভিসা আবেদনের জন্য যাবতীয় কাজ করা।
  • দক্ষতার সহিত ইন্টারনেট ব্রাউজিং করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা।
  • বাংলা এবং ইংরেজিতে টাইপিং করে ভিসা আবেদন কার্য সম্পাদন করা।

আজকের সিলেটের চাকরির খবর ২০২৪ এর আবেদনের শর্ত বা যোগ্যতা সমূহঃ


  • আবেদনকারীদের এইচএসসি বা স্নাতক পাশ হতে হবে।
  • কম্পিউটারে ভালো টাইপিং জানতে হবে।
  • যোগাযোগের দক্ষতা ভালো হতে হবে।
  • প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
  • শুধুমাত্র ছেলেরা এই পদে আবেদন করতে পারবেন।
  • অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।

Salary and Benefits of Today’s Job in Sylhet 2024:


এই পদের জন্য মাসিক বেতন ইন্টারভিউয়ের দিন উপস্থিত হয়ে প্রার্থীর বিভিন্ন দিক বিবেচনা করে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রতিষ্টানের পলিসির উপর নির্ভর করবে।

Application Procedure of Today’s Sylhet Job Circular 2024:


আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিভি নিম্নোক্ত ইমেইলে প্রেরণ করতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।


ইমেইল এড্রেসঃ makkahmukarramah12@gmail.com

আরও পড়ুনঃ এইচএসসি পাশে প্রাইভেট চাকরির খবর


আবেদনের শেষ তারিখঃ ১২ অক্টোবর, ২০২৩ ইংরেজি।


আশা করছি, আজকের সিলেটের চাকরির খবর ২০২৪ এর সকল তথ্য আপনি পেতে সক্ষম হয়েছেন। চাকরিতে আবেদনের মেয়াদ শেষ হয়ে গেলে, অনুগ্রহ করে নিম্নে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য নতুন কোন চাকরির খবর প্রকাশ করতে। চাকরির খবরটি আপনি চাইলে আপনাদের পরচিতদের সাথে শেয়ার করতে পারেন এবং এরকম সিলেটের চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন Bengalnawab.com। ধন্যবাদ। 


Tag: Job in Sylhet 2024, সিলেটের চাকরির খবর ২০২৪, Sylhet Job Circular 2024, Sylhet Job News 2024।

Previous Post
No Comment
Add Comment
comment url